উন্মাদ ৩৪০

Tanmoy Cartoons
3 min readDec 23, 2018

--

অনেকদিন পর উন্মাদের কভার করলাম। আর তার সাথে করলাম একটা মুভি প্যারোডি-টম্ব রাইডার (Tomb Raider)। এঞ্জেলিনা জোলিরটা না, নতুন ২০১৮ এরটা। উন্মাদ পত্রিকায় আঁকা শুরু করি এখন থেকে ১২ বছর আগে, ২০০৬ সালে। তবে উন্মাদ পত্রিকায় আঁকতে পারার রোমাঞ্চটা এখনও কমেনি। আর ছাপা হওয়ার পর পত্রিকাস্ট্যান্ড থেকে নতুন ইস্যু কেনার আনন্দটাও আগের মতই।

উন্মাদ প্রচ্ছদ ৩৪০

মুভি প্যারোডি আঁকার আগে প্রতিবারের মত এবারও সিনামাটা দেখতে গিয়েছিলাম বসুন্ধরা সিনেপ্লেক্সে। খারাপ না সিনেমাটা, ১০/৬ দেয়া যেতে পারে। অবশ্য যে সিনেমা যত খারাপ তার মুভি প্যারোডি করতে তত বেশী মজা লাগে।সাধারনত সিনেমাটা দেখে নিজের মত একটা প্যারোডি অ্যাঙ্গেল চিন্তা করে তারপর বাসায় গিয়ে আঁকি। সবসময় যে আমার চিন্তার অ্যাঙ্গেলেই ফাইনাল স্টোরিটা দাঁড়ায় তা না। বরং আমরা আমাদের মত এঁকে নিয়ে যাই এবং পরে বস আহসান হাবীব সেগুলোকে কেটেকুটে মানুষ করেন অর্থাৎ ফাইনাল ভার্সনটা দাঁড়ায়।

বস আহসান হাবিব উন্মাদ ৩৪০ সংখ্যা হাতে, মিরপুর সারে ১১’র কার্যালয়ে।

মুভি প্যারোডি আঁকতে গেলে প্রথম যেই কাজটা থাকে সেটা হলো মুভি থেকে স্ক্রিনশট নিয়ে কিংবা গুগল করে আগে একটা রেফারেন্স সেট তৈরি করা। কারন মুভির অ্যাক্টর-অ্যাক্ট্রেসদের ভালো রেফারেন্স ফটো না পেলে যত কষ্টই করি ফাইনাল কাজটা অতো ভালো হয়না।

টুম্রেব রাইডার ফারেন্স সেট

তারপর একগাদা রাফ ড্রইংঃ

শুধু ক্যারেক্টারগুলোর চেহারা নয়, তাদের গেটআপ, সাথে কি আছে (এক্ষেত্রে অ্যামোনিশন, ব্যাগ ইত্যাদি) তা থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড পর্যন্ত সব এখানে অবজার্ভ করে কাগজে খুব লুজ ভাবে প্র‍্যাক্টিস করতে হয়।দরকার হলে পয়েন্ট করে আইডিয়া গুলো টুকে রাখাও যায় এই পর্যায়ে।
কয়েকবার করে আঁকতে আঁকতে যখন ক্যারেক্টারগুলো হাতে চলে আসে তখন রাফ গুলো থেকে বেস্ট গুলা বেছে স্ক্যান করে বা ছবি তুলে নেই।

তারপর আবার পিসিতে নিয়ে ট্যাবলেটে আরেক ধাপ রাফ করিঃ
তবে এই রাফে মেইন ড্রইংটা যেমন হবে চিন্তা করেছিলাম সেভাবেই তার কম্পোজিশনের কাজ শুরু হবে।

রাফ কম্পোজিশন>ক্লিন আপ/লাইন ড্রইং> ইঙ্কিং। কম্পোজিশন করার সময় ডায়লগ বাবলের জায়গা রেখে কম্পোজিশন করতে হবে।

তারপরের তিনটা স্টেপ যেকোন ইলাস্ট্রেশনের স্টেপ গুলোর মতই-
১| রাফ ড্রইং, তারপর ২| ক্লিন আপ বা লাইন ড্রইং ও ফাইনালী ৩| ইঙ্কিং।
ইঙ্কিং হয়ে যাওয়ার পর মাঝে মাঝে আরো কিছু শেডিং করি। এবার ফাইনাল শেডিং করার পর পাতা দুটো দাড়িয়েছিল এরকমঃ

টুম্ব রাইডার মুভি প্যারোডি পেইজ-১ এবং ২

এবার শেষমেষ অবশ্য প্রিন্টে এই কম্পোজিশনের কিছুই যায়নি। বস আহসান হাবীব কেটেকুটে তার দুর্দান্ত সব ডায়লগ অ্যাড করে বানিয়েছেন ফাইনাল ভার্সন দুটি। আর সেগুলো দেখতে হলে কিনতে হবে সংখায় ৩৩৯ ও ৩৪০!

উন্মাদ ৩৪০। আজই কিনুন! জলদি! :D

অবশেষে কাভারঃ বামে নরমাল লারা ক্রফট ও ডানে তার উন্মাদীয় রুপ! :-P

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

--

--

Tanmoy Cartoons
Tanmoy Cartoons

Written by Tanmoy Cartoons

Syed Rashad Imam Tanmoy is an editorial cartoonist for Dhaka Tribune, Bangladesh. Founder-Cartoon People Associate Editor-Unmad Satire Magazine and a WPI Fellow

No responses yet

Write a response